পাবনায় বিনা মূল্যে সবজি ও ফলদ গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নভেল করোনাভাইরাস সংকটের মাঝে পতিত জমি ব্যবহারের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা জোগানের উদ্দেশ্যে পাবনার সদর উপজেলার ৬০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সবজি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পাবনা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মাঝে এক হাজার পেঁপে, এক হাজার মরিচ ও এক হাজার উন্নত মানের বেগুনের চারা বিতরণ করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত বুনিয়াদি কৃষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পাবনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাইমুল হাসান।
মাদারগাছী গ্রামের সুবিধাভোগী কৃষক মো. আব্দুস সালাম বলেন, বাড়ির আঙিনায় অনেক জায়গা পতিত পড়ে থাকে। মাঠের ফসলের আবাদ করতে এ ছোটখাটো বিষয়ের প্রতি নজর দেয়ার সময় থাকে না। তবে আজ এ চারা পেয়ে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে আমরা লাভবান হতে পারব। এতে নিজ পরিবারের পুষ্টিচাহিদা পূরণ ছাড়াও এলাকার মানুষ উপকৃত হবে।
কোন মন্তব্য নেই